সেইফ হোম গ্রেটার সিলেট প্রজেক্টের আওতায় বন্যার্তদের ১ হাজার ঘর নির্মাণ করা হবে

শেয়ার করুন         সেইফ হোম গ্রেটার সিলেট প্রজেক্টের আওতায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের ১হাজার ঘর নির্মাণ করা হবে। বুধবার (২৭ জুলাই) লন্ডন বাংলা প্রেসক্লাব বেলা আড়াইটায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে মোট চার ধাপে ২৫০টি করে নির্মিত হবে ১হাজার ঘর। পাকা বা ইটের তৈরী দেয়াল এবং চাল (ছাদ) নির্মান করা হবে মজবুত টিন দিয়ে। দুই রুম বিশিষ্ট আধা পাকা এ ঘরের প্রতিটি রুম এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে ১৩ ফুট করে। আর প্রত্যেকটি বাড়িতে থাকবে বারান্দা। প্রত্যেকটি ঘরের আয়তন হবে ৪২৯ বর্গফুট। … Continue reading সেইফ হোম গ্রেটার সিলেট প্রজেক্টের আওতায় বন্যার্তদের ১ হাজার ঘর নির্মাণ করা হবে